১. হর্ষবর্ধন কে ছিলেন?
উঃ- থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা।
২. হর্ষবর্ধন এর পিতার নাম কি?
উঃ- প্রভাকর বর্ধন।
৩. প্রভাকর বর্ধনের কয়জন সন্তান ছিলেন?
উঃ- তিনজন, দুজন পুত্র, একজন কন্যা।
৪. গ্রহবর্মা কে ছিলেন?
উঃ- কনৌজের মৌখরী বংশের রাজা।
৫. গ্রহবর্মা কাকে বিবাহ করেন?
উঃ- হর্ষবর্ধনের বোন রাজশ্রী কে।
৬. প্রভাকর বর্ধনের সন্তানদের নাম কি কি?
উঃ- রাজ্যবর্ধন, হর্ষবর্ধন ও রাজশ্রী।
৭. গ্রহবর্মাকে কে হত্যা করেন?
উঃ- মানব রাজ দেবগুপ্ত ও গৌড়রাজ শশাঙ্ক।
৮. রাজ্যবর্ধনকে কে বন্দী করেন?
উঃ- গৌড়রাজ শশাঙ্ক।
৯. হর্ষবর্ধন কখন রাজা হন?
উঃ- ৬০৬ খ্রিষ্টাব্দ।
১০. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
উঃ- থানেশ্বর, পরে কনৌজ।
১১. হর্ষবর্ধনের উপাধি কি ছিল?
উঃ- শিলাদিত্য।
১২. 'সকলোত্তরপথনাথ' কাকে বলা হয়?
উঃ- হর্ষবর্ধন।
১২. 'সকলোত্তরপথনাথ' নামটি কে দিয়েছিলেন?
উঃ- চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী।
১৩. 'উত্তরাপথের সর্বাধিনায়ক' কাকে বলা হয়?
উঃ- হর্ষবর্ধন।
১৪. হর্ষবর্ধনের চির প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
উঃ- গৌড়রাজ শশাঙ্ক।
১৫. হর্ষবর্ধন কাদেরকে পরাজিত করে মালব ও গুজরাট দখল করেন।
১৬. হর্ষবর্ধন কার কাছে পরাজিত হন?
উঃ- চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী।
১৭. হর্ষবর্ধনের আমলে কোন চীনা পর্যটক ভারতে আসেন?
উঃ- হিউয়েন-সাং।
১৮. হিউয়েন-সাং এর লেখা বইটির নাম কি?
উঃ- সি-ইউ-কি।
১৯. প্রয়াগের মেলা কে চালু করেন?
উঃ- হর্ষবর্ধন।
২০. প্রয়াগের মেলা কি নামে বিখ্যাত ছিল?
উঃ- 'মহামোক্ষ ক্ষেত্র ও দান ক্ষেত্র'।
২১. হর্ষবর্ধনের সভাকবি নাম কি?
উঃ- বানভট্ট।
২২. 'হর্ষচরিত' কার লেখা?
উঃ- বানভট্টের।
২৩. হর্ষবর্ধনের লেখা বই গুলির নাম কি?
উঃ- নাগনন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা।
২৪. হর্ষবর্ধন কোন ধর্মের পৃষ্ঠপোষক করেছিলেন?
উঃ- বৌদ্ধ ধর্ম।
২৫. হর্ষবর্ধন কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উঃ- মাত্র ১৬ বছর বয়সে।
0 মন্তব্যসমূহ