ভারতের গভর্নর জেনারেলদের নাম:
• লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক: (১৮২৮-৩৫)
• চার্লস মেটকাফ: (১৮৩৫-৩৬)
• লর্ড অকল্যান্ড: (১৮৩৬-৪২)
• লর্ড এলেনবরো:(১৮৪২-৪৪)
• প্রথম লর্ড হার্ডিঞ্জ: (১৮৪৪-৪৮)
• লর্ড ডালহৌসি: (১৮৪৮-৫৬)
• লর্ড ক্যানিং: (১৮৫৬-৫৮)
১. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
উঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
২. বাংলার শেষ গভর্নর জেনারেল কে?
উঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৩. কাকে ভারতের পাশ্চাত্য আধুনিক শিক্ষার জনক বলা হয়?
উঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৪. সতীদাহ প্রথা কোন গভর্নর জেনারেল রদ করেন?
উঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৫. সতীদাহ প্রথা কত সালে রদ হয়?
উঃ- ১৮২৯ সালে।
৬. কার চেষ্টায় সতীদাহ প্রথা রদ হয়েছিল?
উঃ- রাজা রামমোহন রায়।
৭. ঠগী দমন কত সালে হয়?
উঃ- ১৮৩০ সালে।
৮. ঠগী দমন কে করেন?
উঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৯. কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৩৫ সালে।
১০. প্রথম আফগান যুদ্ধ কখন হয়?
উঃ- ১৮৩৬-৪২ সালে।
১১. রঞ্জিত সিং এর মৃত্যু হয় কত সালে?
উঃ- ১৮৩৯ সালে।
১২. কোন গভর্নর জেনারেলের সময় আফগান যুদ্ধ সমাপ্ত হয়?
উঃ- লর্ড এলেনবরো।
১৩. দাসপ্রথা বিলুপ্ত হয় কার আমলে?
উঃ- লর্ড এলেনবরো।
১৪. সিন্ধের প্রথম গভর্নর কে?
উঃ- লর্ড এলেনবরো।
১৫. প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কার আমলে হয়েছিল?
উঃ- লর্ড হার্ডিঞ্জ।
১৬. দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কার আমলে হয়েছিল?
উঃ- লর্ড ডালহৌসি।
১৭. কে পাঞ্জাব অন্তর্ভুক্তি করেন?
উঃ- লর্ড ডালহৌসি।
১৮. ভাতা ব্যবস্থা কে রদ করেন?
উঃ- লর্ড ডালহৌসি।
১৯. বিধবা বিবাহ আইন কে পাস করেন?
উঃ- লর্ড ডালহৌসি।
২০. কার সহযোগিতায় বিধবা বিবাহ আইন তৈরি হয়?
উঃ- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২১. 'স্বত্ববিলোপ নীতি' কার আমলে হয়?
উঃ- লর্ড ডালহৌসি।
২২. 'উডের ডেসপ্যাচ' কত সালে হয়?
উঃ- ১৮৫৪ সালে।
২৩. ভারতের প্রথম রেললাইন স্থাপন কার আমলে হয়?
উঃ- লর্ড ডালহৌসি।
২৪. রেললাইন, টেলিগ্রাফ এবং পোস্টাল সিস্টেম কত সালে শুরু হয়?
উঃ- ১৮৫৩ সালে।
২৫. 'PWD' বিভাগ কে চালু করেন?
উঃ- লর্ড ডালহৌসি।
২৬. ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা কে চালু করেন?
উঃ- লর্ড ডালহৌসি।
২৭. 'বিধবা বিবাহ' আইন কত সালে পাশ হয়?
উঃ- ১৮৫৬ সালে।
২৮. ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় চালুর প্রকল্প কে চালু করেন?
উঃ- লর্ড ডালহৌসি।
২৯. দ্বিতীয় ইন্দো বার্মা যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ- ১৮৫২ সালে।
৩০. 'সাঁওতাল বিদ্রোহ' কত সালে হয়েছিল?
উঃ- ১৮৫৫-৫৬ সালে।
৩১. ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কি?
উঃ- লর্ড ক্যানিং।
0 মন্তব্যসমূহ