- বাংলার গভর্নর জেনারেলদের নাম:
১. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে?
উঃ- ওয়ারেন হেস্টিংস।
২. ওয়ারেন হেস্টিংস কখন বাংলার গভর্নর জেনারেল হন?
উঃ- ১৭৭৩ খ্রিস্টাব্দে।
৩. কখন 'রেগুলেটিং অ্যাক্ট' পাস হয়?
উঃ- ১৭৭৩ খ্রিস্টাব্দে।
৪. 'দ্বৈত শাসনব্যবস্থা' অবসান হয় কখন?
উঃ- ১৭৭৩ খ্রিস্টাব্দে।
৫. প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ- কলকাতায়।
৬. প্রথম সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৭৭৪ খ্রিস্টাব্দে।
৭. কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে?
উঃ- এলিজা ইম্পে।
৮. বাংলায় 'এশিয়াটিক সোসাইটি' কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে।
৯. 'এশিয়াটিক সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
উঃ- উইলিয়াম জোন্স।
১০. গীতার ইংরেজি অনুবাদ কে করেন?
উঃ- চার্লস উইলকিন্স।
১১. দেওয়ানী এবং ফৌজদারি আদালতে কে প্রতিষ্ঠা করেন?
উঃ- ওয়ারেন হেস্টিংস।
১২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়েছিল?
উঃ- ১৭৮২ সালে।
১৩. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়েছিল?
উঃ- ১৭৮৪ সালে।
১৪. মনুসংহিতা কত সালে ইংরেজিতে অনুবাদ হয়?
উঃ- ১৭৭৬ সালে।
১৫. রোহিলা যুদ্ধ কত সালে হয়?
উঃ- ১৭৭৪ সালে।
১৬. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি?
উঃ- বেঙ্গল গেজেট।
১৭. বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন?
উঃ- জেমস হিকি ।
১৮. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে হয়?
উঃ- ১৭৯২ সালে।
১৯. 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
উঃ- লর্ড কর্নওয়ালিস।
২০. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়?
উঃ- ১৭৯৩ সালে।
২১. চিরস্থায়ী বন্দোবস্ত অন্য নাম কি?
উঃ- জমিদারি সিস্টেম।
২২. কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়?
উঃ- লর্ড কর্নওয়ালিস।
২৩. 'জেলা জর্জ' এই পদটি কে চালু করেন?
উঃ- লর্ড কর্নওয়ালিস।
২৪. বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ- জোনাথন ডানকান।
২৫. বেনারস সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৭৯১ সালে।
২৭. প্রথম 'চার্টার অ্যাক্ট' কত সালে তৈরি হয়?
উঃ- ১৭৯৩ সালে।
২৮. প্রথম 'চার্টার অ্যাক্ট' কার আমলে তৈরি হয়?
উঃ- স্যার জন সোর।
২৯. খারলার যুদ্ধ কত সালে হয়?
উঃ- ১৭৫৯ সালে।
৩০ খারলার যুদ্ধ কার সঙ্গে কার হয়?
উঃ- মারাঠাদের সঙ্গে নিজামের।
৩১. 'অধীনতামূলক মিত্রতা' নীতি কার আমলে হয়?
উঃ- লর্ড ওয়েলেসলি।
৩২. 'অধীনতামূলক মিত্রতা' নীতি কে প্রথম গ্রহণ করেন?
উঃ- হায়দ্রাবাদের নিজাম।
৩৩. 'বেসিনের সন্ধি' কত সালে হয়?
উঃ- ১৮০২ সালে।
৩৪. 'ফোর্ট উইলিয়াম কলেজ' কে প্রতিষ্ঠা করেন?
উঃ- লর্ড ওয়েলেসলি।
৩৫. 'ফোর্ট উইলিয়াম কলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮০০ সালে।
৩৬. কাকে 'বেঙ্গল টাইগার' বলা হত?
উঃ- লর্ড ওয়েলেসলি।
৩৭. 'রায়তওয়ারি ব্যবস্থা' কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮২০ সালে।
৩৮. বাংলায় 'ছিয়াত্তরের মন্বন্তর' কত সালে দেখা দেয় ?
উঃ- ১৭৬৫ খ্রিস্টাব্দে 'ছিয়াত্তরের মন্বন্তর' দেখা দেয়।
৩৯. 'অমৃতসরের সন্ধি' কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ- ১৮০৯ সালে।
৪০. 'অমৃতসরের সন্ধি' কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ- ইংরেজ সরকার ও রঞ্জিত সিং এর মধ্যে।
৪১. তৃতীয় মারাঠা যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ- ১৮১৮ সালে
৪২. 'সাঙ্গলি সন্ধি' কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ- ১৮১৬ সালে।
৪২. সাঙ্গলি সন্ধি কার সঙ্গে হয়েছিল?
উঃ- ইংরেজ ও গোর্খা দের মধ্যে।
৪৩. প্রথম ইন্দো বার্মা যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ- ১৮২৪-২৬ সাল।
৪৪. 'ইয়ান্দাবুর সন্ধি' কত সালে হয়?
উঃ- ১৮২৬ সালে।
৪৫. বাংলার শেষ গভর্নর জেনারেল কে?
উঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
0 মন্তব্যসমূহ