'জীবন বিজ্ঞান' সালোকসংশ্লেষ ও শ্বসন: (Photosynthesis and respiration).

১. যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম কি?

উঃ-  সালোকসংশ্লেষ।


২. সালোকসংশ্লেষ কী ধরনের প্রক্রিয়া ?

উঃ-  উপচিতি বিপাক।



৩. সালোকসংশ্লেষ কোথায় ঘটে ?

উঃ-  পাতার মেসোফিল কলায় ।



৪. উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না কেন ?

উঃ- ক্লোরোফিল থাকে না বলে।



৫. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?

উঃ-  ক্লোরোপ্লাস্টে ।



৬. A.T.P - এর পুরো নাম কি ? 

উঃ-  অ্যাডিনোসিন ট্রাই-ফসফেট ।



৭. অন্ধকার দশা কোথায় ঘটে ? 

উঃ-  ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ।



৮. আলোক দশা কোথায় ঘটে ? 

উঃ- ক্লোরোপ্লাস্টের গ্রানায় ।



৯. শর্করা জাতীয় খাদ্যের উৎস কী ? 

উঃ-  কার্বন ডাই অক্সাইড ।



১০. কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয়? 

উঃ-  ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়।



১১. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী কী উপাদান ব্যবহিত হয় ?

উঃ-  কার্বন ডাই অক্সাইড ও জল ।


১২. সালোকসংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয় ?

উঃ-  শ্বেতসার বা স্টার্চে ।


১৩. সালোকসংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয় ? 

উঃ-  সন্ধ্যা বেলায় ।


১৪.  পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জল শোষণ করে ? 

উঃ-  বায়ুমণ্ডল থেকে ।


১৫.  সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ ? 

উঃ-  পরজীবী স্বর্ণলতা উদ্ভিদ ও ছত্রাক ।


১৬. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী ?

উঃ-  ইউগ্লিনা , ক্রাইস্যামিবা ।


১৭.  ফোটোসিন্থেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করে ?

উঃ-  বিজ্ঞানী বার্নেস ।


১৮. নিমজ্জিত জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড কোথায় পায় ?

উঃ- জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থেকে।


১৯. শ্বসন সাধারণত কোথায় ঘটে ? 

উঃ-  সজীব কোষে ।


২০. অবাত শ্বসন কোষের কোথায় ঘটে ?

উঃ-  কোষের সাইটোপ্লাজমে ।


২১. মাইটোকনড্রিয়ার প্রধান কাজ কী ? 

উঃ-  ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা ।


২২. 'কোষের শক্তিঘর ' কাকে বলা হয় ? 

উঃ-  মাইটোকনড্রিয়াকে ।


২৩ কোন কোষে মাইটোকনড্রিয়া অনুপস্থিত ? 

উঃ- পরিণত লোহিত রক্ত কণিকায় (RBC)।


২৪. কোন জীব যে বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে ? 

উঃ-  মনোসিস্টিস ।


২৫. এক অণু গ্লুকোজ সম্পূর্ণ রূপে জারিত হলে কত ATP শক্তি উৎপন্ন হয় ? 

উঃ-  ৩৮ অণু ।


২৬. ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম কী ? 

উঃ-  ফুলকা ( বহির্ফুলকা ) ।


২৭. কোন কোন প্রাণীর প্রধান শ্বাসঅঙ্গ ত্বক ?

উঃ- কেঁচো ও জোঁক।


২৮. দুটি অঙ্গের নাম করো যা প্রাণীর শ্বাসকার্যে সাহায্য করে ?

উঃ-  ফুসফুস ও ফুলকা ।


২৯. একটি প্রাণী যে জল ও বায়ু উভয় পরিবেশে শ্বাসকার্য চালাতে পারে ? 

উঃ-  কইমাছ ।


৩০. কোন কোন প্রাণীর অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে? 

উঃ-  কইমাছ ও মাগুরমাছ ।


৩১. কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র নলাকার?

উঃ-  শিঙি মাছের ।


৩২. কোন প্রাণীর বায়ুথলি থাকে ? 

উঃ-  যেসব পাখি উড়তে সক্ষম ।


৩৩. একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কত বার শ্বাসকার্য চালায় ? 

উঃ- প্রতি মিনিটে ১৪ থেকে ১৮ বার ।


৩৪. চিংড়ির শ্বাস অঙ্গের নাম কী ? 

উঃ-  ফুলকা ।


৩৫. বায়ু শূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে এমন একটি উদ্ভিদের নাম কী ?

উঃ-  ইস্ট ।


৩৬. কোন জৈবিক ক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে? 

উঃ- শ্বসন ।


৩৭. অবাত শ্বসন ঘটে এমন একটি প্রাণীর নাম করো?

উঃ-  অ্যাসকারিস ।


৩৮. কোন প্রকার শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নেই? 

উঃ-  অবাত শ্বসনে ।


৩৯. শ্বসনে কোন শক্তি উৎপন্ন হয় ?

উঃ-  তাপ শক্তি ।


৪০. পায়রার দেহে কয়টি বায়ু থলি থাকে ? 

উঃ-  ৯ টি ।


৪১. ফড়িং এর শ্বাস অঙ্গের নাম কী ?

উঃ-  শ্বাসনালী বা ট্রাকিয়া ।


৪২. শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় ?

উঃ-  সুন্দরী , গরাণ ও গেঁওয়া ।


৪৩. উদ্ভিদের শ্বাস অঙ্গটির নাম কী ?

উঃ-  পত্ররন্ধ্র ।


৪৪. অবাত শ্বসনকারী উদ্ভিদের নাম কী ?

উঃ-  ইস্ট ।

0 মন্তব্যসমূহ