● ভারতীয় ভুখন্ডের উত্তর বিন্দুর নাম কি ?
উঃ- ইন্দিরা কল।
● ভারতীয় ভুখন্ডের দক্ষিণ বিন্দুর নাম কি ?
উঃ- ইন্দিরা পয়েন্ট।
● ভারতীয় মূল ভুখন্ডের দক্ষিণ বিন্দুর নাম কি?
উঃ- কন্যাকুমারীকা অন্তরীপ।
● ভারতীয় ভুখন্ডের পূর্ব বিন্দুর নাম কি ?
উঃ- অরুনাচল প্রদেশের আলং শহর।
● ভারতীয় ভুখন্ডের পশ্চিম বিন্দুর নাম কি ?
উঃ- গুজরাট রাজ্যের স্যার ক্রিক্ ।
● ভারতের ভূপ্রকৃতিকে কয় ভাগে বিভক্ত ?
উঃ- আট ভাগে বিভক্ত।
১. উত্তরের পার্বত্য অঞ্চল
২. উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি
৩. সিন্ধু গাঙ্গেয় সমভুমি ও ব্রহ্মপুত্র উপত্যকা
৪. মরু অঞ্চল
৫. মধ্য ও পূর্ব ভারতের উচ্চভুমি
৬. দাক্ষিনাত্যের মালভূমি
৭. উপকুলের সমভূমি
৮. দ্বীপ সমূহ
● ভারতের প্রাচীনতম পর্বত কোনটি ?
উঃ- আরাবল্লী পর্বত (৬০-৭০ কোটি বছর পুরানো)।
● ভারতের নবীনতম পর্বত কোনটি ?
উঃ- হিমালয় পর্বত।
● ভারতের উত্তরে কোন পর্বত রয়েছে ?
উঃ- হিমালয় পর্বতমালা রয়েছে।
● হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য কত ?
উঃ-প্রায় ২৫০০ কিমি।
● হিমালয় পর্বতমালার গড় প্রস্থ কত ?
উঃ- প্রায় ২৫০-৪০০ কিমি।
● হিমালয় পর্বতমালার মোট আয়তন কত ?
উঃ- ৭ লক্ষ বর্গ কিমি।
● হিমালয় পর্বতমালার মোট আয়তন কত (ভারতে) ?
উঃ- ৫ লক্ষ বর্গ কিমি।
● প্রস্থ বরাবর হিমালয় পর্বতকে কয় ভাগ করা যায় ?
উঃ-চার ভাগে ভাগ করা যায়।
১. শিবালিক।
২. হিমাচল।
৩. হিমাদ্রি।
৪. টেথিস হিমালয়।
● শিবালিক হিমালয়ের গড় উচ্চতা কত ?
উঃ- ৬০০ থেকে ১৫০০ কিমি।
● হিমাচল হিমালয়ের গড় উচ্চতা কত ?
উঃ- ২০০০ থেকে ৫০০০ কিমি।
● হিমাচল হিমালয়ের শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ- পীরপঞ্জল, ধাওলাধর, নাগটিব্বা, মুসৌরী, মহাভারত।
● দুন কথার অর্থ কি ?
উঃ- উপত্যকা। উদাহরণ দেরাদুন।
● হিমাদ্রি হিমালয়ের শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ-
এভারেস্ট----------------------- ৮৮৪৮ মি.
কাঞ্চনজঙ্ঘা--------------------৮৫৯৮ মি.
মাকালু---------------------------৮৪৮১ মি.
ধবলগিরি------------------------৮১৭২ মি.
মনাসুল---------------------------৮১৫৮ মি.
চোওয়ু----------------------------৮১৫৩ মি.
অন্নপূর্ণা---------------------------৮০৭৮ মি.
গোসাইথান------------------------৮০১৮ মি.
● টেথিস হিমালয় কি ?
উঃ- এটি মালভূমি বিশেষ । টেথিস বা তিব্বত হিমালয়ের কিছুঅংশ কাশ্মীরের লাডাখে অবস্থিত।
● টেথিস হিমালয়ের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ?
উঃ- লিওপারগেল (৭৪২০ মি.)
● দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতকে কয় ভাগ করা যায়?
উঃ- তিন ভাগে ভাগ করা যায়।
১. পশ্চিম হিমালয়।
২. মধ্য হিমালয়।
৩. পূর্ব হিমালয়।
● পশ্চিম হিমালয়ের শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ-
পীরপঞ্জল-----------------------৩৪৯৪ মি.
বুন্ডিলপীর-----------------------৪২০০ মি.
জাসকর-------------------------৭৭৫৬ মি.
কারাকোরাম---------------------৮৬১১ মি.
● মধ্য হিমালয়ের শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ-
এভারেস্ট------------------------৮৮৪৮ মি.
মাকালু---------------------------৮৪৮১ মি.
ধবলগিরি-------------------------৮১৭২ মি.
গৌরীশঙ্কর------------------------৭১৪৫ মি.
● পূর্ব হিমালয়ের শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ-
কাঞ্চনজঙ্ঘা----------------------৮৫৯৮ মি.
চোমলারী--------------------------৭৩১৪ মি.
নামচেবারবাওয়া-------------------৭৭৫৬ মি.
● সিকিম-দার্জিলিং হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম কি ?
উঃ-
সান্দাকফু---------------------------৩৬৩০ মি.
ফালুট-------------------------------৩৬৯৬ মি.
সবরগ্রাম----------------------------৩৫৪৩ মি.
কাঞ্চনজঙ্ঘা------------------------৮৫৯৮ মি.
● সিকিম হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম লেখ?
উঃ- কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মি.)।
● ভুটান হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম লেখ ?
উঃ- চোমোলারী (৭৩১৪ মি.)
● কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি ?
উঃ- গডউইন অস্টিন বা K2 (৮৬১১ মি.)
● সংস্কৃত ভাষায় কারাকোরাম পর্বতের নাম কি?
উঃ- কৃষ্ণগিরি পর্বত।
● বসুধা বা ধবলশীর্ষ কোন পর্বতের অপর নাম?
উঃ- কারাকোরাম পর্বতের।
● কারাকোরাম পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ-
হিডেন পিক--------------------------৮০৬৮ মি.
ব্রড পিক-----------------------------৮০৪৭ মি.
গ্যাসের ব্রুম--------------------------৮০৩৫ মি.
● গিরিপথ কাকে বলে ?
উঃ- পর্বতের মাঝের সংকীর্ণ পথকে গিরিপথ বলে।
● ভারতের উচ্চতম মালভূমি কোনটি ?
উঃ- লাডাক মালভূমি।
● লাদাকের রাজধানী কি ?
উঃ- লে শহর।
● পুর্বাচল কাকে বলে ?
উঃ- উত্তর-পূর্বভারতের পার্বত্য অঞ্চলের পাহাড় গুলিকে।
● উত্তর-পূর্বভারতের পার্বত্য অঞ্চলের উল্লেখযোগ্য পর্বতকিকি ?
উঃ- মিশমী, পাটকই, বুম, নাগা, কোহিমা ও বরাইল, কাছাড়,মিজো, ত্রিপুরা পাহাড় ও মণিপুর পাহাড়।
● কোহিমা পাহাড়ের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- জাপভো (২৯৯৫ মিটার)।
● নাগা পাহাড়ের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- সারামতী (৩৮৪০ মিটার)
● গারো পাহাড়ের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- নকরেক (১৪১২ মিটার)
● শিলং পাহাড়ের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- শিলং শৃঙ্গ (১৯৬১ মিটার)
● সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমির মোট আয়তন কত ?
উঃ- ৬৫২০০০ বর্গ কিমি।
● ভাবর কি ?
উঃ- গাঙ্গেয় সমভূমির উত্তর অংশ ভাবর নামে পরিচিত। এখানে কাঁকড়ময় ভুমিভাগে নদীগুলি হারিয়ে যায়।
● তরাই কি ?
উঃ- হিমালয়ের পাদদেশে ভাবর অঞ্চলের দক্ষিণ অংশ তরাই নামে পরিচিত। ভাবর অঞ্চলের ভূগর্ভস্থ নদীগুলি এখানে আত্মপ্রকাশ করেছে।
● খাদার ও বেট কাকে বলে ?
উঃ- গাঙ্গেয় সমভূমির নদীগুলির নিকটবর্তী নবীন পলিমাটিকে।
● ভাঙর কাকে বলে ?
উঃ- গাঙ্গেয় সমভূমির নদীগুলির দূরবর্তী প্রাচীন পলিমাটিকে।
● ভুর কাকে বলে ?
উঃ- গাঙ্গেয় সমভূমির পশ্চিমদিকে মাঝে মাঝে দৃশ্যমান ছোট ছোট বালিয়ারি দেখা যায় এদের ভুর বলে।
● ভারতীয় উষ্ণ মরুভূমির নাম কি ?
উঃ- থর মরুভূমি।
● থর মরুভূমির মোট আয়তন কত ?
উঃ- ২ লক্ষ ৬৯ হাজার বর্গ কিমি।
● থর মরুভূমির (ভারতে) আয়তন কত ?
উঃ- ১ লক্ষ ৯৬ হাজার ৭৮৭ বর্গ কিমি।
● থর শব্দের অর্থ কি ?
উঃ- থর শব্দের অর্থ মৃতের আবাস। অর্থাৎ এখানে মানুষ বাস করতে পারেনা।
● বাগার অঞ্চল কাকে বল ?
উঃ- আরবল্লী পর্বতের পাদদেশের বালুকাময় অঞ্চল।
● রোহি অঞ্চল আকে বলে ?
উঃ- আরবল্লী পর্বতের পাদদেশের উর্বর পলি গঠিত প্লাবনভুমি ।
● হামাদা কাকে বলে ?
উঃ- শিলাময় মরুভূমিকে হামাদা বলে।
● মরুস্থলী কাকে বলে ?
উঃ- ভারতের বালুকাময় মরুভূমিকে মরুস্থলী।
● ধ্রিয়ান কাকে বলে ?
উঃ- বায়ু তারিত চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান।
● টিব্বা কি ?
উঃ- ধ্রিয়ান বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টিব্বা বলে।
● ধান্দ কি ?
উঃ- মরুভূমির লবণাক্ত জলের দীর্ঘাকার হ্রদকে ধান্দ বলে।
● পৃথিবীর প্রাচীনতম পর্বত কোনটি (ভারতে অবস্থিত) ?
উঃ- আরাবল্লী পর্বত (৬০-৭০ কোটি বছর পুরানো)।
● আরাবল্লী পর্বতের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- মাউন্ট আবুর গুরুশিখর (১৭৭২ মিটার)
● বিন্ধ্যপর্বতের পূর্ব অংশ কি নামে পরিচিত ?
উঃ- কইমুর শ্রেনী।
● গরজাত পার্বত্য অঞ্চলের পর্বত গুলির নাম লেখ ?
উঃ- বোনাই, কেওনঝড় ও সিমলিপাল।
● দণ্ডকারণ্য মালভূমি অঞ্চলের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- কোরাপুট (১২০০ মি.)।
● ছোটনাগপুর উচ্চতম পাহাড় কোনটি ?
উঃ- পরেশনাথ (১৩৬৬ মি.)।
● প্যাট (Pat) বলতে কি বোঝ ?
উঃ- রাঁচি মালভূমির পশ্চিম অংশ প্যাট নামে পরিচিত।
● ভাতীয় উপদ্বীপ বলতে কি বোঝ ?
উঃ- দক্ষিণ ভারতের তিন দিক সমুদ্রদ্বারা বেষ্টিত তাই একে উপদ্বীপ বলে।
● ডেকান ট্র্যাপ বলতে কি বোঝ ?
উঃ- দাক্ষিনাত্যের মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে।
● দাক্ষিনাত্যের মালভূমিকে ডেকান ট্র্যাপ কেন বলে ?
উঃ- সুইডিশ শব্দ ট্র্যাপ কথার অর্থ হল সিড়ি বা ধাপ। লাভা সঞ্চয়ে ফলে গঠনের সময় দাক্ষিনাত্যের মালভূমি ধাপে ধাপে নেমে গেছে বলে একে ডেকান ট্র্যাপ বলে।
● পশ্চিমঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ-
কলসুবই---------------------------১৬৪৬ মিটার.
সালার-----------------------------১৫৭৬ মিটার.
মহাবালেশ্বর-----------------------১৪৩৮ মিটার.
হরিশচন্দ্রগড়----------------------১৪২৪ মিটার.
● পশ্চিমঘাট পর্বতের অপর নাম নাম লেখ ?
উঃ- সহ্যাদ্রি পর্বতমালা।
● পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম নাম লেখ ?
উঃ- ভোরঘাট ও থলঘাট।
● পশ্চিমঘাট পর্বতের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ?
উঃ- কলসুবাই (১৬৪৬ মিটার)
● পূর্বঘাট পর্বতের অপর নাম নাম লেখ ?
উঃ- মলয়াদ্রি পর্বতমালা।
● পূর্বঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ- নান্নামালাই, ভেলিকোন্ডা, পলকোন্ডা, পচামালাই, জাভেদি।
● পূর্বঘাট পর্বতের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- মহেন্দ্রোগিরি (১৫০১ মিটার)।
● ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখ ?
উঃ- সাতপুরা ও বিন্ধ্য পর্বত।
● নর্মদা ও তাপ্তী নদীর মাঝে কোন পর্বত রয়েছে ?
উঃ- সাতপুরা পর্বত।
● সাতপুরা পর্বতের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- ধূপগড় (১৩৫০ মিটার)।
● মহাদেব পর্বতের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- পাঁচমারি (১০৫০ মিটার)।
● মহাকাল পর্বতের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- অমরকন্টক (১০৫৭ মিটার)।
● নীলগিরি পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ গুলির নাম লেখ ?
উঃ- দোদাবেতা (২৬৩৭ মি.) ও মাকুর্তি (২৫৫৪ মি.)।
● নীলগিরি পর্বতের একটি গিরিপথের নাম নাম লেখ ?
উঃ- পালঘাট।
● নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত পর্বতগুলির নাম লেখ ?
উঃ- আনাইমালাই, পালনী ও কর্ডমম।
● আনাইমালাই পর্বতের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- আনাইমুদি (২৬৯৫ মিটার)।
● দক্ষিণ ভারতের সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ ?
উঃ- আনাইমুদি (২৬৯৫ মিটার)
● একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখ ?
উঃ- কর্ণাটকের মালনাদ ।
● মালনাদ শব্দের অর্থ কি ?
উঃ- পাহাড়ের দেশ (মাল=পাহাড়, নাদ=দেশ)
● উপকূল কাকে বলে ?
উঃ- সমুদ্র তীরবর্তী অঞ্চলকে উপকূল বলে ।
● ভারতের উপকূল ভাগের দৈর্ঘ্য কত ?
উঃ- প্রায় ৩১০০ কিমি।
● পূর্ব উপকূলকে কিকি ভাগে ভাগ করা যায় ?
উঃ- দুই ভাগে। উত্তর সরকার উপকূল ও করোমণ্ডল উপকূল।
● পশ্চিম উপকূলকে কিকি ভাগে ভাগ করা যায় ?
উঃ- দুই ভাগে। কঙ্কোন উপকূল ও মালাবার উপকূল।
● পূর্ব উপকূল ভাগের দৈর্ঘ্য কত ?
উঃ- ১৫০০ কিমি।
● উত্তর সরকার উপকূলকে কিকি ভাগে ভাগ করা যায় ?
উঃ- দুই ভাগে। ওড়িশা উপকূল ও অন্ধ্র উপকূল।
● ওড়িশা উপকূলের অপর নামকি ?
উঃ- মহানদী বদ্বীপ অঞ্চল।
● করোমণ্ডল উপকূলের অপর নামকি ?
উঃ- তামিলনাড়ু উপকূল।
● পশ্চিম উপকূল ভাগের দৈর্ঘ্য কত ?
উঃ- ১৬০০ কিমি।
● রণ কাকে বলে ?
উঃ- সমুদ্র তীরবর্তী অগভীর লবণাক্ত জলাভুমিকে রণ বলে।
● কচ্ছ শব্দের অর্থ কি ?
উঃ- কচ্ছ শব্দের অর্থ ‘ জলময় দেশ ’ ।
● কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলের উচ্চতম স্থান কি ?
উঃ- গিরনার (১১১৭ মিটার)।
● কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলের পাহাড় গুলি কি কি ?
উঃ- গির, ওসম,বর্দা ও গিরনার।
● কয়াল বলতে কি বোঝ ?
উঃ- মালাবার উপকূলের তীরবর্তী উপহ্রদ গুলিকে কেরালার কয়াল বলে।
● ব্যাক ওয়াটার্স বলতে কি বোঝ ?
উঃ- সমুদ্র উপকূলবর্তী জলাভুমি।
● ভোম্বানাদ কয়াল কোথায় অবস্থিত ?
উঃ- মালাবার উপকুলে কেরালা রাজ্যে।
● পুলিকট হ্রদ কোথায় অবস্থিত ?
উঃ- করোমণ্ডল উপকূলে তামিলনাড়ুর কাছে।
● কোলার (কলেরু) হ্রদ কোথায় অবস্থিত ?
উঃ- কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপের মাঝে ।
● চিল্কা উপহ্রদ কোথায় অবস্থিত ?
উঃ- উত্তর সরকার উপকূলে পুরীর কাছে ।
● আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত ?
উঃ- বঙ্গোপসাগরে।
● আন্দামান দ্বীপপুঞ্জের মোট দ্বীপ কত গুলি ?
উঃ- ২০৪ (204) টি।
● নিকোবর দ্বীপপুঞ্জের মোট দ্বীপ কত গুলি ?
উঃ- ১৪ (14) টি।
● আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আয়তন কত ?
উঃ- ৮২৯৩ বর্গ কিমি।
● আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম শৃঙ্গ কি ?
উঃ- মাউন্ট হ্যারিয়ট (৪৫০ মিটার)।
● আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির নাম কি ?
উঃ- ব্যারেণ ও নারকোন্ডাম।
● ব্যারেণ ও নারকোন্ডাম আগ্নেয়গিরি কি প্রকৃতির ?
উঃ- সবিরাম প্রকৃতির।
● আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাটি কি প্রকৃতির ?
উঃ- ল্যটেরাইট ও উপকূলের লবণাক্ত মাটি।
● আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ?
উঃ- পোর্ট ব্লেয়ার।
● আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি ?
উঃ- পোর্ট ব্লেয়ার।
● আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীদের নাম কি ?
উঃ- জারোয়া, অঙ্গী, সেন্টিনেলী, নিকোবরী।
● লাক্ষা দ্বীপের আয়তন কত ?
উঃ- ৩২ বর্গ কিমি।
● লাক্ষা দ্বীপের মোট দ্বীপ কত গুলি ?
উঃ- ২৫ টি।
● লাক্ষা দ্বীপের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
উঃ- মিনিকয়।
● লাক্ষা দ্বীপের রাজধানীর নাম কি ?
উঃ- কাভারাত্রি।
● লাক্ষা দ্বীপের প্রধান প্রধান দ্বীপের নামকি ?
উঃ- লাক্ষা, আমিনদিভি, মিনিকয়।
● লাক্ষা দ্বীপের মাটি কি প্রকৃতির ?
উঃ- চুন জাতীয় (প্রবাল দ্বারা গঠিত)।
● ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখ ?
উঃ- লাক্ষা দ্বীপ।
0 মন্তব্যসমূহ