১. ১৮৫৭ সালে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ- লর্ড ক্যানিং।
২. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব করেছিলেন কে?
উঃ- উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৩. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন?
উঃ- রাসবিহারী বোস।
৪. কে মন্তব্য করেছিলেন যে "নেহেরু দেশপ্রেমিক এবং জিন্নাহ একজন রাজনীতিবিদ"?
উঃ- মোহম্মদ ইকবাল।
৫. ১৯২২ সালে অসহযোগ আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
উঃ- বড়দৌলি।
৬. অসহযোগ আন্দোলন কখন স্থগিত করা হয়েছিল?
উঃ-১৯২২ সালে।
৭. কোন আন্দোলন গান্ধীজির জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন?
উঃ- চম্পারণ আন্দোলন।
৮. ১৮৮৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি?
উঃ- ভয়েস অফ ইন্ডিয়া।
৯. গদ্দর দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ- লালা হরদয়াল।
১০. জালিয়ানওয়ালাবাগ গণহত্যা তদন্তের জন্য ব্রিটিশ সরকার কোন কমিশন নিয়োগ করেছিল?
উঃ- হান্টার কমিশন।
১১.১৮৫৭ সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে কে বর্ণনা করেন?
উঃ- বিনায়ক সমোদর সাভারকর।
১২. ১৯৯১ সালে দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হন?
উঃ- মহাত্মা গান্ধী।
১৩. দান্ডি পদযাত্রার সময় কোন বিখ্যাত সংগীতশিল্পী “রঘুপতী রাঘব রাজারাম” গানটি গেয়েছিলেন?
উঃ- বিষ্ণু দিগম্বর পলুস্কর।
১৪. ১৯৩২ সালে "সর্বভারতীয় হরিজন সমাজ" কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ- মহাত্মা গান্ধী।
১৫. “দিলি চলো” বা স্লোগান কে দিয়েছিলেন?
উঃ- সুভাষ চন্দ্র বোস।
১৬. কে মন্ত্রিপরিষদ মিশনের সভাপতিত্ব করেন?
উঃ- স্যার পি.লাউরেন্স।
১৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের মধ্যপন্থী ও চরমপন্থী অংশগুলি আবার একত্রিত হয়েছিল?
উঃ- ১৯১৬ লক্ষ্ণৌ অধিবেশন।
১৮. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৬০০ সালে।
১৯. কোন ঘটনার জন্য গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত করেছিল?
উঃ- চৌরা-চৌরি ঘটনা।
২০. “ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ” বইটি কে লিখেছিলেন?
উঃ- বিনায়ক সমোদর সাভারকর।
২১. গোল টেবিল সম্মেলন (১৯৩০-৩২) এর বিষয় কি ছিল?
উঃ- সাইমন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা।
২২. প্রথমবারের মতো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন "বন্দে মাতারাম" গাওয়া হয়েছিল?
উঃ- ১৮৯৬ সালের অধিবেশনে।
২৩. "আমাকে রক্ত দিন এবং আমি আপনাকে স্বাধীনতার প্রতিশ্রুতি দিচ্ছি" স্লোগানটি কে দিয়েছিলেন?
উঃ- সুভাষ চন্দ্র বোস।
২৪. কংগ্রেস কার্যনির্বাহী কমিটি প্রথম ভারত ত্যাগ আন্দোলনের ধারণাটি কোথায় গ্রহণ করেছিল?
উঃ- ওয়ারধা অধিবেশন।
২৫. কখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবারের জন্য "স্বরাজ" এর প্রস্তাব গ্রহণ করেছিল?
উঃ- ১৯০৬ সালে।
২৬. ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার দিন কোন নেতার মৃত্যু হয়েছিল?
উঃ- বাল গঙ্গাধর তিলক।
২৭. ১৯৩৮ সালে, সুভাষ চন্দ্র বসু গান্ধীজির প্রার্থীকে পরাস্ত করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এই প্রার্থী কে ছিলেন?
উঃ- পট্টভী সীতা রামাইয়া।
২৮. ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার একমাত্র কেরালা অধিবাসী কে?
উঃ- চতুর শঙ্করন নায়ের।
২৯. একমাত্র জাতীয় নেতা যিনি ক্রিপসের পরিকল্পনার প্রতিপত্তি করেছিলেন এবং পাকিস্তানের নীতি গ্রহণ করেছিলেন?
উঃ- সি রাজগোপালচারী।
৩০. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন জাতীয় অর্থনৈতিক কর্মসূচী এবং মৌলিক অধিকার এবং কর্তব্যগুলির বিষয়ে প্রস্তাব পাস করেছিল?
উঃ- করাচি অধিবেশন ১৯৩১.
৩১. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল?
উঃ- দ্বিতীয় বাহাদুর শাহ কে।
৩২. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবারের মতো সম্পূর্ণ স্বাধীনতার দাবিতে একটি প্রস্তাব গৃহীত হয়?
উঃ- ১৯২৯ সালে।
৩৩. মন্টগ-চেমসফোর্ড সংস্কার চালু হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ- লর্ড চেমসফোর্ড।
৩৪. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাক নাম কি?
উঃ- জন সংস্থা।
৩৫. ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ- লর্ড পামারস্টোন।
৩৬. স্বাধীন ভারতের অস্থায়ী সরকার (আজাদ হিন্দ) কোথায় গঠিত হয়েছিল?
উঃ- সিঙ্গাপুর।
৩৭. কোন আইনটিতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছিল?
উঃ- ১৮৫৮ সালের Government of India act.
৩৮. ক্রিপস মিশন এর শাসনামলে ভারত সফর করেছিলকে?
উঃ- লর্ড লিনলিথগো।
৩৯. ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন কে?
উঃ- শিশির কুমার ঘোষ।
৪০. "ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎস" বইটি কে লিখেছিলেন?
উঃ- পট্টভী সীতা রামাইয়া।
৪১. জগদীশপুরে ১৮৫৭ সালের বিদ্রোহের নেতা কে ছিলেন?
উঃ- কুনওয়ার সিং।
৪২ . "কংগ্রেস বাস্তবে অস্ত্র ছাড়া গৃহযুদ্ধ" এই কথা কে বলেছে?
উঃ- স্যার সৈয়দ আহমদ খান।
৪৩. সাইমন কমিশনের দ্বিতীয় সফরটি ছিল?
উঃ- ১৯২৯।
৪৪. রাওলাট আইন বাতিলের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ- লর্ড রিডিং।
৪৫. গান্ধীজী কখন সাবারমতি আশ্রম শুরু করেছিলেন?
উঃ- ১৯১৬ সালে।
৪৬. কার সহযোগিতায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল?
উঃ- A O হিউম।
৪৭. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর কে ছিলেন?
উঃ- লর্ড ডাফরিন।
৪৮. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উঃ- অ্যানি বেসান্ত।
৪৯. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
উঃ- সরোজিনী নাইডু।
৫০. জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
উঃ- বদ্রুদ্দিন তৌলবজি।
৫১. জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কে ছিলেন?
উঃ- জর্জ উইলি।
৫২. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজী সভাপতি ছিলেন?
উঃ- ১৯২৪ সালে বেলেগাও।
৫৩. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জহরলাল নেহেরু সভাপতি ছিলেন?
উঃ- ১৯২৯ সালে লাহোর অধিবেশনে।
৫৪. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন?
উঃ- ১৯৩৮ সালে হরিপুরা অধিবেশনে।
৫৫. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বয়কট আন্দোলন গ্রহণ করা হয়?
উঃ- ১৯০৫ সালে কলকাতা অধিবেশনে।
৫৬. 'স্বরাজ' ধারণাটি কোন অধিবেশনে গ্রহণ করা হয়?
উঃ- কলকাতা অধিবেশনে।
৫৭. মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯০৬ সালে।
৫৮. বঙ্গভঙ্গ কখন ঘোষণা করা হয়?
উঃ- ১৯০৫ সালে ১৬ অক্টোবর।
৫৯. কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ- গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ।
৬০. স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উঃ- জেবি কৃপালিনী।
0 মন্তব্যসমূহ