- পৃথিবীর সমগ্র ভূমিরূপ কে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উঃ উচ্চতা, গঠন ও বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর ভূমিরূপ কে চার ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হল- পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি।
--:: পাহাড়::--
- পাহাড় কাকে বলে?
- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পাহাড়ের নাম কি?
- মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত?
- ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়ের নাম কি?
--::পর্বত::--
- পর্বত কাকে বলে?
উঃ সমুদ্র সমতল থেকে 900 মিটারের বেশী উঁচু, বহুদূর বিস্তৃত, শৃঙ্গ বিশিষ্ট, কঠিন ও শিলাময় ভূ-ভাগকে পর্বত বলে।
- পৃথিবীর মোট স্থলভাগের কত ভাগ পর্বতময়?
উঃপৃথিবীর মোট স্থলভাগের প্রায় চার ভাগের এক ভাগ পর্বতময়।
- পর্বত শৃঙ্গ বা পর্বত চূড়া কাকে বলে?
উঃপর্বতের ওপরের দিকে সরু, সূচালো,মোচার মত আকৃতি বিশিষ্ট অংশটিকে পর্বত শৃঙ্গ বা পর্বত চূড়া বলে।
- হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ মাউন্ট এভারেস্ট।
- পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উঃ হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট।
- মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
উঃ প্রায় 8848 মিটার।
- ভারতের সর্বোচ্চ পর্বতের নাম কি?
- পর্বত উপত্যকা কাকে বলে?
উঃ দুটি পর্বত চূড়ার মধ্যবর্তী নীচু খাতের মত অংশটিকে পর্বত উপত্যকা বলা হয়।
- পর্বতশ্রেণী কাকে বলে?
উঃ অনেকগুলো পর্বত শৃঙ্গ ও পর্বত উপত্যকা একসঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করলে, তাকে পর্বতশ্রেণী বলা হয়।
- দুটি পর্বত শ্রেণীর নাম লেখ।
উঃ হিমালয় পর্বত শ্রেণী ও রকি পর্বত শ্রেণী।
- পর্বত গ্রন্থি কাকে বলে?
উঃ অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে যে স্থানে মিলিত হয়, তাকে পর্বত গ্রন্থি বলে।
- দুটি পর্বত গ্রন্থির নাম লেখো।
উঃ পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি।
- উৎপত্তি অনুসারে পর্বতকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উঃ উৎপত্তি অনুসারে পর্বতকে চার ভাগে ভাগ করা হয়। যথা-
১) ভঙ্গিল পর্বত।
২) স্তূপ পর্বত।
৩) আগ্নেয় পর্বত।
৪) ক্ষয়জাত পর্বত।
- ভঙ্গিল পর্বত কাকে বলে?
উঃ প্রবল গিরিজনি ভূ- আলোড়নের ফলে সৃষ্ট পার্শ্বচাপের প্রভাবে অগভীর সমুদ্র বা মহীখাতে সঞ্চিত পলিরাশি বা পাললিক শিলাস্তর ভাজপ্রাপ্ত হয়ে যে উচ্চ পর্বতের সৃষ্টি হয়, তাকে ভঙ্গিল পর্বত বলে। যেমন-হিমালয় পর্বত।
- এশিয়া মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখ।
উঃ হিমালয় পর্বতমালা।
- ইউরোপ মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখ।
উঃ আল্পস পর্বতমালা।
- উত্তর আমেরিকা মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখ।
উঃ রকি পর্বতমালা।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখ।
উঃ আন্দিজ পর্বতমালা।
- দুটি পাতের মাঝখানের ভূ-ভাগ প্রবল চাপের প্রভাবে ভাঁজ খেয়ে উঁচু হয়ে কি ধরনের পর্বত সৃষ্টি হয়?
উঃ ভঙ্গিল পর্বত।
- একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখ।
উঃ আরাবল্লী পর্বত।
- একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখ।
উঃ হিমালয় পর্বত।
- স্তূপ পর্বত কাকে বলে?
উঃ প্রবল ভূ আলোড়নের প্রভাবে সৃষ্ট দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূখন্ড উপরে উঠে গিয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে যে স্তূপাকৃতির পর্বত সৃষ্টি হয়, তাকে স্তুপ পর্বত বলে।
- ভারতের দুটি স্তুপ পর্বতের নাম লেখ।
উঃ সাতপুরা পর্বত ও বিন্ধ্য পর্বত।
- জার্মানির একটি স্তুপ পর্বতের নাম লেখ
উঃ ব্ল্যাক ফরেস্ট।
- ফ্রান্সের একটি স্তুপ পর্বতের নাম লেখ।
উঃ ভোজ পর্বত।
- দুটি স্তুপ পর্বতের মধ্যবর্তী নীচু উপত্যকাকে কি বলে?
উঃ গ্রস্ত উপত্যকা।
- ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম লেখো।
উঃ সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী নর্মদা নদীর উপত্যকা।
- আগ্নেয় পর্বত কাকে বলে?
উঃ ভূগর্ভ থেকে নির্গত লাভা, ছাই, ছোট ছোট পাথর ইত্যাদি সঞ্চিত হয়ে যে জ্বালামুখ বিশিষ্ট শঙ্কু আকৃতির পর্বত সৃষ্টি হয়, তাকে আগ্নেয় পর্বত বলে।
- পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম কি?
উঃ হাওয়াই দ্বীপের মৌনালোয়া।
- ইতালির দুটি আগ্নেয় পর্বতের নাম লেখ।
উঃ ভিসুভিয়াস ও এটনা।
- আফ্রিকার কিলিমাঞ্জারো কি ধরনের পর্বত?
উঃ আগ্নেয় পর্বত।
- জাপানের ফুজিয়ামা কি ধরনের পর্বত?
উঃ আগ্নেয় পর্বত।
- ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া কি ধরনের পর্বত?
উঃ আগ্নেয় পর্বত।
- ভারতের দুটি আগ্নেয় পর্বতের নাম লেখ।
উঃআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন ও নারকোন্ডাম।
--:: মালভূমি::--
- মালভূমি কাকে বলে?
উঃ সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশী উঁচু, বহুদূর বিস্তৃত, চারিদিকে খাড়া ঢাল যুক্ত এবং উপরিভাগ উঁচু-নিচু বা তরঙ্গায়িত ভূ-ভাগকে মালভূমি বলে।
- মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন?
উঃ মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল এবং ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু ও খাড়াই বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়।
- মালভূমি কয় প্রকার ও কি কি?
উঃ উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমি চার প্রকারের হয়।যথা-পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, লাভা গঠিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি।
- পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে?
উঃ যে মালভূমির চতুর্দিক পর্বত দ্বারা বেষ্টিত বা ঘেরা থাকে, তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে।
- একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখ।
উঃ তিব্বত মালভূমি।
- কোন কোন পর্বতের মাঝে তিব্বত মালভূমি অবস্থিত?
উঃ হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে।
- পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি?
উঃ তিব্বত মালভূমি।
- তিব্বত মালভূমির উচ্চতা কত?
উঃ প্রায় 3655 মিটার।
- মহাদেশীয় মালভূমি কাকে বলে?
উঃযে সমস্ত মালভূমি মহাদেশ জুড়ে অবস্থান করে, তাদের মহাদেশীয় মালভূমি বলে।
- কয়েকটি মহাদেশীয় মালভূমি নাম লেখ।
উঃ দক্ষিণ আফ্রিকার মালভূমি, পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি, আন্টার্কটিকার মালভূমি, গ্রীনল্যান্ডের মালভূমি ইত্যাদি।
- ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
উঃ লাদাখ মালভূমি।
- ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
- পৃথিবীর সবচেয়ে বৃহৎ মালভূমির নাম কি?
- লাভা গঠিত মালভূমি কাকে বলে?
উঃ ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ফাটল পথে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভারূপে অনেকদূর ছড়িয়ে পড়ার পর ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও সঞ্চিত হয়ে যে মালভূমি সৃষ্টি হয়, তাকে লাভা গঠিত মালভূমি বলে।
- ভারতের দুটি লাভা গঠিত মালভূমির নাম লেখ।
উঃ দাক্ষিণাত্য মালভূমি ও মালব মালভূমি।
- পৃথিবীর সর্বোচ্চ বা উচ্চতম মালভূমির নাম কি?
উঃ পামীর মালভূমি।
- পামীর মালভূমির উচ্চতা কত?
উঃ4873 মিটার।
- কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
উঃ পামির মালভূমি।
- ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে?
উঃ কোন বিস্তীর্ণ মালভূমি অঞ্চল নদী উপত্যকা তারা পরস্পর বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে।
- ছোটনাগপুর মালভূমি কি ধরনের মালভূমি?
উঃ ব্যবচ্ছিন্ন মালভূমি।
- কোন মালভূমি অঞ্চল কে ভারতের খনিজ ভান্ডার বলা হয়?
উঃ ছোটনাগপুর মালভূমি।
- পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ?
উঃ ছোটনাগপুর মালভূমি।
--:: সমভূমি::--
- সমভূমি কাকে বলে?
উঃ সমুদ্র সমতল থেকে 300 মিটারের কম উঁচু, বহুদূর বিস্তৃত, উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো ভূমিভাগকে সমভূমি বলে।
- প্রেইরি সমভূমি কোন মহাদেশ অবস্থিত?
উঃ উত্তর আমেরিকা।
- পম্পাস সমভূমি কোন মহাদেশে অবস্থিত?
উঃ দক্ষিণ আমেরিকা।
- সমভূমি অঞ্চল উর্বর হয় কেন?
উঃপৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীবাহিত পলি সঞ্চয়ের দ্বারা সৃষ্টি হয়েছে বলে সমভূমি অঞ্চল উর্বর হয়।
- পলি গঠিত সমভূমি কাকে বলে?
উঃ নদী, সমুদ্র ও হ্রদের পার্শ্ববর্তী অঞ্চলে পলি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয়, তাকে পলি গঠিত সমভূমি বলে।
- ভারতের একটি পলি গঠিত সমভূমির নাম লেখো।
উঃ সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি।
- আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে কি ধরনের সমভূমি সৃষ্টি হয়?
উঃ লাভা সমভূমি।
- মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে কী ধরণের সমভূমি সৃষ্টি হয়, তাকে কি বলে?
উঃ লোয়েশ সমভূমি।
- লোয়েস সমভূমির উদাহরণ দাও।
উঃগোবি মরুভূমি থেকে বায়ুতাড়িত লোয়েশ সঞ্চিত হয়ে সৃষ্টি হোয়াংহো সমভূমি।
- পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি?
- ভারতের বৃহত্তম সমভূমির নাম কি?
0 মন্তব্যসমূহ