বিভিন্ন বিষয়ের জনক:(Father of various things).

১. আধুনিক শিক্ষার জনক? 

উঃ– সক্রেটিস।

২. অর্থনীতির জনক কে ? 

উঃ– এডামস্মিথ।

৩. আধুনিক অর্থনীতির জনক কে? 

উঃ– পল স্যামুয়েলসন।

৪. আধুনিক গণতন্ত্রের জনক কে ? 

উঃ– জন লক।

৫. আধুনিক জোর্তি বিজ্ঞানের জনক কে ? 

উঃ– কোপার্নিকাস।

৬. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? 

উঃ– সিগমুন্ড ফ্রয়েড।

৭. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? 

উঃ– নিকোলো মেকিয়াভেলী।

৮. ইংরেজি নাটকের জনক কে? 

উঃ– শেক্সপিয়র।

৯. ইতিহাসের জনক কে ? 

উঃ– হেরোডোটাস।

১০. ইন্টারনেটের জনক কে ? 

উঃ--ভিনটন জি কার্ফ।

১১. WWW এর জনক কে ? 

উঃ– টিম বার্নাস লি ।

১২. ই-মেইল এর জনক কে ? 

উঃ– রে টমলি সন।

১৩. ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? 

উঃ– এলান এমটাজ ।

১৪. উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? 

উঃ– থিওফ্রাস্টাস।

১৫. এনাটমির জনক কে ? 

উঃ– আঁদ্রে ভেসালিয়াস।

১৬. ক্যালকুলাসের জনক কে?

উঃ-- আইজ্যাক নিউটন।

১৭. গণিতশাস্ত্রের জনক কে ? 

উঃ– আর্কিমিডিস।

১৮. চিকিত্সা বিজ্ঞানের জনক কে? 

উঃ– হিপোক্রেটিস।

১৯. জীবাণুবিদ্যার জনক কে ? 

উঃ– লুই পাস্তুর।

২০. জ্যামিতির জনক কে ? 

উঃ– ইউক্লিড।

২১. দর্শনশাস্ত্রের জনক কে ? 

উঃ– সক্রেটিস।

২২. প্রাণি বিজ্ঞানের জনক কে ? 

উঃ– এরিস্টটল।

২৩. বংশগতি বিদ্যার জনক কে? 

উঃ--গ্রেগর জোহান মেন্ডেল।

২৪. বাংলা উপন্যাসের জনক কে? 

উঃ– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৫. বাংলা কবিতার জনক কে? 

উঃ– মাইকেল মধুসূদন দত্ত।

২৬. বাংলা গদ্যের জনক কে? 

উঃ– ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২৭. বাংলা নাটকের জনক কে?

উঃ-- দীন বন্ধু মিত্র।

২৮. বিজ্ঞানের জনক কে ? 

উঃ– থেলিস।

২৯. বীজগণিতের জনক কে ? 

উঃ– আল-খাওয়ারিজমি।

৩০. ভূগোলের জনক কে ? 

উঃ– ইরাতেস্থিনিস।

৩১. মনোবিজ্ঞানের জনক কে ? 

উঃ– উইলহেম উন্ড।

৩২. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? 

উঃ– এরিস্টটল।

৩৩. রসায়নের জনক কে ? 

উঃ– জাবির ইবনে হাইয়ান।

৩৪. শরীর বিদ্যার জনক কে ? 

উঃ– উইলিয়াম হার্ভে।

৩৫. শ্রেণীকরণ বিদ্যার জনক কে? 

উঃ– ক্যারোলাস লিনিয়াস।

৩৬. সামাজিক বিবর্তনবাদের জনক কে? 

উঃ– হার্বাট স্পেন্সর।

৩৭. সমাজবিজ্ঞানের জনক কে ? 

উঃ– অগাস্ট কোত্।

৩৮.বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে?

উঃ-- থুকিডাইডিস।

0 মন্তব্যসমূহ