১. ভারতের জলবায়ু কী ধরনের?
উঃ- ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
২. মৌসুমী কথার অর্থ কি?
উঃ- মৌসুমী কথার অর্থ হল ঋতু।
৩. মৌসুমী জলবায়ু কাকে বলে?
উঃ- মৌসুমির শব্দটি এক বিশেষ ধরনের ঋতুভিত্তিক নিয়মিত এবং ধারাবাহিক বায়ুপ্রবাহ। গ্রীষ্ম ঋতুতে এই বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় শীত ঋতু কে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। অর্থাৎ শীত এবং গ্রীষ্মে পরস্পর বিপরীত দিক থেকে প্রবাহিত এই বায়ুপ্রবাহকে মৌসুমি বায়ু বলে।
৪. ভারতে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবেশ করে?
উঃ- বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়।
৫. ভারতের অক্ষাংশ কত?
উঃ- ৮°৪' উত্তর-৩৭°৬' উত্তর।
৬. ভারতের দ্রাঘিমা কত?
উঃ- ৬৮°০৭' পূর্ব-৯৭°২৫' পূর্ব।
৭. ভারতের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উঃ- কর্কটক্রান্তি রেখা (২৩.৫° উত্তর)।
৮. কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে?
উঃ- ৮টি রাজ্যের উপর দিয়ে গেছে; সেগুলি হল, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়,ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম।
৯. পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে?
উঃ- শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা দুর্বল ঘূর্নাবাতের প্রভাবে উওর ও উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান,জম্মু ও কাশ্মীর প্রভৃতি রাজ্যে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়।একে 'পশ্চিমি ঝঞ্ঝা' বলে।
১০. ভারতের কোন অঞ্চলে দুইবার বৃষ্টিপাত হয়?
উঃ- করমন্ডল উপকূলে।
১১. ভারতের মূল ভূখণ্ডের কোথায় প্রথম বর্ষার আগমন হয়?
উঃ- কেরলে।
১২. তামিলনাড়ুতে দুইবার বৃষ্টিপাত হওয়ার কারণ কি?
উঃ- উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে।
১৩. ভারতের উষ্ণতম স্থানের নাম কি?
উঃ- রাজস্থানের পালোঢি(৫২°c)।
১৪. ভারতের শীতলতম স্থানের নাম কি?
উঃ- পশ্চিম লাদাখের দ্রাস(শীতকালীন উষ্ণতা -৪৫°c)।
১৫. ভারতে কোথায় বেশি বৃষ্টিপাত হয়?
উঃ- মেঘালয়ের মৌসিনরাম (১৩৫০সেমি)।
১৬. ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
উঃ- রাজস্থানের জয়সলমীর (১২সেমি)।
১৭. ভারতে প্রথম কোথায় বর্ষা শুরু হয়?
উঃ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
১৮. ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল গুলি কি কি?
উঃ- মেঘালয়ের শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ব্যাঙ্গালুরুতে।
১৯. বৃষ্টিছায়া অঞ্চল কাকে বলে?
উঃ- পাহাড় বা পর্বতের ঢালে বায়ুপ্রবাহ আঘাত করে, সেই ঢাল এর বিপরীত ঢালকে অনুবাত ঢাল বলা হয় আর সেই অনুবাত ঢালে শুষ্ক বায়ু প্রবাহের কারণে বৃষ্টিপাত কম হয়, তাই এই ঢালকে বৃষ্টিছায়া অঞ্চল বলা হয়।
২০. আর্দ্র দিন কাকে বলে?
উঃ- ২৪ ঘন্টায় কমপক্ষে ১ মিমি বৃষ্টিপাত হলে, তবে সেই দিনকে আর্দ্র দিন বলা হয়।
২১. ভারতের খরা প্রবণ রাজ্য গুলির নাম কি?
উঃ- রাজস্থান ও গুজরাট।
২২. ENSO এর পুরো নাম কি?
উঃ- El nino Southern Oscillation অর্থাৎ এল নিনোর দক্ষিনের দোদুল্যমানতা।
২৩. কালবৈশাখী কাকে বলে?
উঃ- এপ্রিল-মে মাস প্রখর সূর্যকিরণে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হওয়ায় মধ্যভারত ও উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপের কেন্দ্রের সৃষ্টি হয় এবং পার্শ্ববর্তী সমুদ্রের শীতল ও উচ্চচাপের বায়ু প্রবলবেগে ঐ দিকে ধাবিত হয়। এর ফলে স্থানীয় ভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ঝড় ও বৃষ্টি হয়। এই ঝড়কেই স্থানীয়ভাবে কালবৈশাখী ঝড় বলে।
২৪. ভারতের স্থানীয় ঝড় গুলির নাম কি?
উঃ- নরওয়েস্টার, কালবৈশাখী, Mango Shower, cherry blossoms.
২৫. ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উঃ- ২৫০ সেমিতে বেশি।
২৬. এল নিনো কি?
উঃ- এল নিনো একটি স্প্যানিশ শব্দ- এর অর্থ ‘ছোট খোকা’। এই ছোট খোকা দ্বারা শিশু যিশুকে বোজানো হয়। বিষুবরেখার ওপাশ থেকে নেমে আসা উষ্ণ সামুদ্রিক স্রোতের কারণে সৃষ্ট জলবায়ুর প্রতিক্রিয়াকে ব্যক্ত করার জন্য ইকুায়েডর ও পেরুর জেলেরা এল নিনো শব্দের ব্যবহার প্রচলন করে। ডিসেম্বর মাসের শেষভাগে প্রশান্ত মহাসাগরের পশ্চিমপ্রান্তে ইকুয়েডর ও পেরুর উপকূলের দিকে বিষুবরেখার অপরপাশ থেকে উষ্ণ সামুদ্রিক স্রোত আসতে শুরু করে। এর ফলে সাগরের জলের উষ্ণতা বাড়ে এবং ঝড়, খরা, অনাবৃষ্টি হয়। এ সময় জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে অনেকদিন মাছ শিকার পায় না। সাধারণত দুই থেকে সাত বছর পর পর এল নিনো দেখা দেয়। ১৯৯৮ সালে এল নিনোর প্রভাবে কানাডায় তুষার ঝড়, ইন্দোনেশিয়ায় দাবানল এবং ফিলিপাইনে খরা সংঘঠিত হয়।
২৭. লা নিনা কি?
উঃ- লা-নিনা শব্দটিও স্প্যানিশ যার অর্থ ‘ছোট খুকি’। সাধারণত এল নিনোর পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে লা নিনা শুরু হয়। এল নিনোর প্রভাবে সাগরে উষ্ণ সামুদ্রিক স্রোত প্রবাহিত হওয়ার পর পরবর্তীতে সাগরের জলের উষ্ণতা কমে আসে। সাগরের জলের উষ্ণতা কমে আসাকে লা-নিনা বলা হয়। লা-নিনার প্রভাবে অতিবৃষ্টি ও বন্যা হয় ১৯৯৮ সালে এল নিনোর পর লা-নিনার প্রভাবে বাংলাদেশ ভারত ও চীনে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী বন্যা হয়।
২৮. ভারতের জলবায়ুর ঋতু কয় প্রকার?
উঃ- মোট চারটি প্রধান ঋতু: শীত (জানুয়ারি-ফেব্রুয়ারি), গ্রীষ্ম (মার্চ থেকে মে), বর্ষা (জুন থেকে সেপ্টেম্বর) ও শরৎ-হেমন্ত (অক্টোবর থেকে ডিসেম্বর)।
২৯. জলবায়ু কাকে বলে?
উঃ- কোন স্থানের ৩০-৩৫ বছরের বেশি সময়ের আবহাওয়া অর্থাৎ বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড়কে জলবায়ু বলা হয়।
৩০. উত্তর পূর্ব মৌসুমি জলবায়ুর প্রভাবে কোথায় বৃষ্টিপাত হয়?
উঃ- করমন্ডল উপকূলে।
0 মন্তব্যসমূহ